কলকাতা বিভাগে ফিরে যান

রবীন্দ্র সরোবরে রোয়িং বোট উল্টালো, উদ্ধার করল মোটর বোট

November 5, 2022 | < 1 min read

ছবি : টাইমস অফ ইন্ডিয়া

রবীন্দ্র সরোবরের একটি রোয়িং ক্লাবে ফের বোট দুর্ঘটনা এড়ানো গেল মোটর বোট নিয়ে উদ্ধারকার্য চালানোর জন্যই। শনিবার সকালে সকাল সাড়ে সাতটা নাগাদ রবীন্দ্র সরোবরে রোয়িং করতে নেমেছিলেন এক অবছর পন্যাসের দক্ষ রোযার সুনীল শেঠিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান পরিষ্কার আবহাওয়ায় ঝড়-ঝঞ্ঝাট বা প্রাকৃতিক কোনও কোনও দুর্যোগ না থাকে সত্বেও ঘটল দুর্ঘটনা। আচমকাই বোটটি উল্টে যায়। তবে এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি কারণ সুনীলের উদ্ধারে ছুটে আসে পেট্রল চালিত মোটর বোট।

পরিবেশবিদ সুভাষ দত্ত এবং অন্যান্যরা নিদান দিয়েছিলেন রেসকিউ বোট হিসেবেও পেট্রল চালিত মোটর বোট চালানো যাবেনা লেকে। কিন্তু আজকের ঘটনায় তাদের নিদান নিয়ে প্রশ্ন উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rabindra Sarobar, #Rowing, #Drown, #Rowing boat, #Motor boat, #Boat

আরো দেখুন