বিবিধ বিভাগে ফিরে যান

৮ নভেম্বর চন্দ্রগ্রহণ, জেনে নিন কখন কোথা থেকে দেখা যাবে সেই দৃশ্য

November 5, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: bgr.com

এবছরের শেষ চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ৮ নভেম্বর। পূর্ণ চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে ভারতের পূর্বাঞ্চলে। অন্যান্য রাজ্যে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ। ৮ নভেম্বর ২০২২-এ চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া যাবে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ব্রাজিল, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার মতো অন্যান্য দেশগুলি থেকেও।

কলকাতায়, চাঁদ প্রায় সন্ধ্যা ৪.৫২ মিনিটে পূর্ব দিগন্তের উপরে উঠতে শুরু করবে এবং ৪.৫৪ এর মধ্যে সম্পূর্ণরূপে দৃশ্যমান হবে। দেশের পূর্বাঞ্চলে, কোহিমা, আগরতলা, গুয়াহাটির মতো শহরগুলি তাদের অবস্থানের কারণে সম্পূর্ণ গ্রহণ দেখতে পাবে কলকাতার আগে। তবে শুধুমাত্র কোহিমাতেই, গ্রহণটি তার সর্বোচ্চ পর্বে এ দেখা যাবে প্রায় ৪.২৯ নাগাদ, যখন চাঁদ পৃথিবীর ছায়ার অন্ধকার অংশে ঢেকে যাবে।

প্রায় ৫.৩১ টায় আংশিক গ্রহন দেখা যাবার নয়াদিল্লি থেকে। গ্রহনের মোট পর্বটি ৬.১১ টার মধ্যে শেষ হবে।

বেঙ্গালুরুতে আংশিক গ্রহণ দেখা যাবে ৫.৫৭ থেকে। মুম্বাই আংশিক গ্রহণ দেখা যাবে ৬.০৩ টায়।

ভারতের পূর্বাঞ্চলের লোকেরা খালি চোখেই পূর্ণ চন্দ্রগ্রহণ দেখতে পাবেন ।

এরপর আবার ভারত থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে ৭ সেপ্টেম্বর, ২০২৫ এ, যদিও ২০২৩ সালের অক্টোবরে ভারত থেকে একটি আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Moon, #lunar eclipse, #Eclipse

আরো দেখুন