অভিষেকের মানবিক মুখ দেখল আমতলার মানুষ
শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগণার আমতলায় নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিতে যান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখার জন্য রাস্তার দু’ পাশে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ৷ তাঁদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন অভিষেক৷ তখনই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা বছর দশেকের একটি মেয়ের দিকে চোখ যায় তৃণমূল সাংসদের৷
তিনি লক্ষ্য করেন ওই বাচ্চা মেয়েটির চোখে চশমা থাকলেও তার চশমার বাঁদিকের কাচটি পুরোপুরি ঢাকা। তৎক্ষণাৎ চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর কাছে জানতে চান তার চোখে কী হয়েছে? ওই ছাত্রী এবং তার অভিভাবক জানায়, তার ডান দিকের চোখে সমস্যা রয়েছে৷ চিকিৎসকের পরামর্শেই এই ধরনের চশমা পড়ে থাকতে হয় তাকে৷
এরপরই ছাত্রীটির চোখের চশমা খুলে একটি চোখ হাত দিয়ে ঢাকা দিয়ে জানতে চান অন্য চোখ দিয়ে সে ঠিক মতো দেখতে পাচ্ছে কি না? কোন হাসপাতালে চিকিৎসা চলছে তাও জানতে চান অভিষেক৷ ছাত্রীর নামও জিজ্ঞেস করেন তিনি৷ পাশাপাশি ছাত্রীর অভিভাবকের নাম, ফোন নম্বরও নিয়ে নেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ ওই ছাত্রীর চোখের উন্নত চিকিৎসার ব্যবস্থা করানোর আশ্বাস দেন তৃণমূলের শীর্ষ নেতা৷ ছোট্ট মেয়েটিকে অভিষেকের পরামর্শ, ‘তুমি দুটো চোখই ব্যবহার করবে৷ তা না হলে একটা চোখে বেশি চাপ পড়বে৷’
দীর্ঘ ছ’ বছর ধরে অভিষেক নিজে চোখের সমস্যায় ভুগেছেন৷ সম্প্রতি আমেরিকা থেকে চোখের অস্ত্রোপচার করে ফিরেছেন৷ ফলে চোখের সমস্যা কতটা যন্ত্রণার তা তিনি নিজে অনুভব করতে পারেন। তাই বোধহয় ছোট্ট্ মেয়েটিকে দেখে নিজেকে আর সামলাতে পারেন নি ডায়মন্ড হারবারের সাংসদ।