খেলা বিভাগে ফিরে যান

আই লিগ জিতলেই ISL খেলার সুযোগ, ভারতীয় ফুটবলে চালু হচ্ছে রোডম্যাপ

November 6, 2022 | < 1 min read

আই লিগে শুরু হয়ে গেল প্রমোশন, আগামী মরশুম থেকে সরাসরি আইএসএলে খেলতে পারবে আই লিগের চ্যাম্পিয়ন দল। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে টুইট করে নিজেই একথা জানালেন। ভারতীয় ফুটবলের প্রস্তাবিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছর আইএসএলে কোনও অবনমন থাকছে না।

এবার থেকে আই লিগ চ্যাম্পিয়নরা সরাসরি আইএসএলে প্রমোশন পাবে এবং তাদেরকে নতুন করে আর কোনও ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে না। কেবলমাত্র লাইসেন্সিবিষয়ক নিয়মাবলি পূরণ করলেই হবে। আর দুইমরশুম পর থেকে আইএসএলের একটি দলের অবনমন হয়ে নেমে যাওয়ার কথা আই-লিগে। করোনার কারণে রোডম্যাপের প্রস্তাব বাস্তবায়িত করতে পারেনি ফেডারেশন। এবার থেকে তা চালু হচ্ছে।

এএফসির সঙ্গে আলোচনা করে ৩ বছর আগে তৈরি হওয়া রোডম্যাপই ফেডারেশন অনুসরণ করছে। আইএসএল খেলা ক্লাবগুলো এতে রাজি হবে কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছে। তবে আই লিগ ক্লাবগুলির খুশি হওয়ার কথা। ১২ নভেম্বর থেকে এবারের আই লিগ শুরু হচ্ছে। মহামেডান স্পোর্টিং ক্লাব এবার আই লিগ খেলবে। মহামেডান যদি আই লিগ চ্যাম্পিয়ন হয়, সেক্ষেত্রে আগামী মরশুমে কলকাতার তিন প্রধানই আইএসএল খেলার সুযোগ পাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#ISL, #i league

আরো দেখুন