খেলা বিভাগে ফিরে যান

জিম্বাবোয়ের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ভারতের প্রথম একাদশে পন্থ

November 6, 2022 | < 1 min read

প্রোটিয়াদের পরাজয়ে ভারত-জিম্বাবোয়ে ম্যাচ কার্যত নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। এদিন প্রথম একাদশে সুযোগ পেলেন ঋষভ পন্থ। টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন পন্থকে খেলানো হচ্ছে না; তা নিয়ে প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে পন্থ অনুরাগীরা, সকলেই প্রশ্ন তুলছিলেন।

অবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে নামতে চলেছেন পন্থ। জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হল দীনেশ কার্তিককে, তার বদলে দলে এলেন পন্থ। আজ টস জেতার পর টিম প্রসঙ্গে রোহিত বলেন, পন্থই এক মাত্র যে একটাও ম্যাচ খেলার সুযোগ পায়নি। প্রস্তুতি ম্যাচেও পন্থ খেলার সুযোগ পায়নি। সেমিফাইনালের আগে পন্থকে দেখে নিতে চাইছেন রোহিতরা। সেই কারণে প্রথম একাদশে একটি বদল করা হয়েছে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে কার্তিক চোট পাওয়ায় শেষের দিকে কিছুটা সময় পন্থকে নামানো হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#T20 World Cup, #Risabh Pant

আরো দেখুন