খেলা বিভাগে ফিরে যান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে কারা, দেখে নিন হিসেবে নিকেশ

November 6, 2022 | 2 min read

মেলবোর্নে আজ রবিবার, দুপুর দেড়টায় ভারত খেলবে জিম্বাবোয়ের বিরুদ্ধে।দেখে নেওয়া যাক কী হলে ভারত গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে উঠবে, খেলবেই বা কার সঙ্গে।

গ্রুপ চ্যাম্পিয়ন হলে
মেলবোর্নে ভারত যদি জিম্বাবোয়েকে আজ হারিয়ে দেয় তাহলে তারা সেমিফাইনালে উঠবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। যখন তারা অ্যাডিলেডে সেমিফাইনাল খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

গ্রুপ রানার্স হলে
ভারত যদি আজ জিম্বাবোয়ের কাছে হেরে যায় আর দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ম্যাচে যদি জিতে যায়, তাহলে ভারত গ্রুপ রানার্স হয়ে সেমিফাইনালে উঠবে। আবার আজকের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে আর দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারায়, তাহলে নেট রান রেটে রানার্স হবে ভারত। সেক্ষেত্রে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড।

কী হলে সেমিফাইনালে নাও উঠতে পারে ভারত
ভারত যদি জিম্বাবোয়ের কাছে বড় ব্যবধানে হারে, দক্ষিণ আফ্রিকা ম্যাচ যদি ড্র (বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে) আর পাকিস্তান যদি শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারায় তাহলে তিনটি দলের পয়েন্ট হবে ৬। সেক্ষত্রে নেট রান রেতে ছিটকে যেতে পারে ভারত। তবে ভারতের নেট রানরেট ভাল তাই সে সম্ভাবনা খুবই কম।

দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠবে কী হলে
নেদারল্যান্ডসকে হারালেই সেমিফাইনালে ওঠা নিশ্চিত দক্ষিণ আফ্রিকার। তবে প্রোটিয়াদের বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে আর পাকিস্তান বা বাংলাদেশ তাদের শেষ ম্যাচে জিতলে নেট রানরেটে ঠিক হবে কারা খেলবে সেমিফাইনালে।

কী হলে দক্ষিণ আফ্রিকা বিদায় নেবে
নেদারল্যান্ডসের কাছে হেরে গেলে বিদায় নেবে দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তান বিদায় নেবে কী হলে
ভারত আর দক্ষিণ আফ্রিকা তাদের শেষ ম্যাচে জিতলেই কোনও সম্ভাবনা থাকছে না পাকিস্তানের।

পাকিস্তান সেমিফাইনালে উঠবে কী হলে
দক্ষিণ আফ্রিকা হেরে গেলে বা ম্যাচ ভেস্তে গেলে, আর পাকিস্তান যদি বড় ব্যবধানে বাংলাদেশকে হারায়, তাহলে তাদের সুযোগ থাকছে।

গ্রুপের পয়েন্ট তালিকা

ভারত: ৬ পয়েন্ট
দক্ষিণ আফ্রিকা: ৫ পয়েন্ট
পাকিস্তান: ৪
বাংলাদেশ: ৪
জিম্বাবোয়ে: ৩
নেদারল্যান্ডস: ২

TwitterFacebookWhatsAppEmailShare

#T20 World Cup, #t20 world cup 2022, #semi finals, #India, #Cricket

আরো দেখুন