রাসচক্র ঘুরিয়ে শুভারম্ভ হল কোচবিহারের মদনমোহন মন্দিরের রাস উৎসবের
সোমবার মহাসমারোহে সূচনা হয়ে গেল কোচবিহারের ঐতিহ্যবাহী বিখ্যাত মদনমোহন মন্দিরের রাস উৎসবের। মদনমোহনের স্নান, পুজো, সন্ধ্যা আরতি, পশার ভাঙা, কাত্যায়নী পুজো ইত্যাদি চলল। রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য মদনমোহনের রাসযাত্রার বিশেষ পুজো ও যজ্ঞ করেন। তারপরই জেলাশাসক পবন কাডিয়ানের রাসচক্র ঘোরানোর মাধ্যমে রাস উৎসবের সূচনা করেন। একদা কোচবিহারের মহারাজারা রাসচক্র ঘুরিয়ে রাস উৎসবের সূচনা করতেন। রাজতন্ত্র আজ বিলুপ্ত হয়েছে, এখন জেলাশাসকরা এই রীতি পালন করে চলেছেন। রাস উৎসব উপলক্ষ্যে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, গ্রেটার নেতা বংশীবদন বর্মনসহ বিশিষ্ট ব্যক্তিরা মদনমোহন মন্দিরে উপস্থিত ছিলেন।
সোমবার সকাল থেকেই মদনমোহন মন্দির ও সংলগ্ন এলাকা ফুল, আলো, বিভিন্ন দেবদেবীর মডেল ইত্যাদি দিয়ে সাজানো হয়। সন্ধ্যায় রাসচক্র ঘোরানোর পরেই সাধারণ মানুষের জন্যে মদনমোহন মন্দিরের নির্দিষ্ট গেট উন্মুক্ত করে দেওয়া হয়। আগামী ১৫ দিন ধরে মদনমোহন মন্দিরে রাস উৎসব চলবে। রবিবার বারাম উপলক্ষ্যে বড় মদনমোহন, ছোট মদনমোহন মন্দিরের বারান্দায় অবস্থান করছিলেন। তারপর ছোট মদনমোহন মন্দিরে ফিরে যান। অন্যদিকে, বড় মদনমোহন রাস উৎসব উপলক্ষ্যে বাইরেই থেকে যান। রাস উৎসবের সময়ে পুণ্যার্থীরা বড় মদনমোহনেরই দর্শন পান। মন্দিরের বারান্দার সামনে সিংহাসনে মদনমোহনকে বসানো হয়। সন্ধ্যায় প্রথা মেনে পশার ভাঙার মাধ্যমে রাসযাত্রার শুভারম্ভ করা হয়।