খেলা বিভাগে ফিরে যান

৩৭ বছর বয়সী রোনাল্ডোর শেষ বিশ্বকাপ অভিযানে তাঁর সঙ্গী কারা

November 11, 2022 | < 1 min read

বর্তমানে তাঁর বয়স ৩৭। কিন্তু তিনিই দলের ভরসা। মধ‌্যমণি। চলতি মরশুমে তিনি সেভাবে ফর্মে নেই। কিন্তু তঁকে সামনে রেখেই বৃহস্পতিবার রাতে আসন্ন কাতার বিশ্বকাপের জন‌্য চূড়ান্ত ২৬ জনের দল ঘোষণা করল পর্তুগাল। তিনি, অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের মহাতারকা। সম্ভবত জীবনের শেষ বিশ্বকাপে মাঠে নামতে চলেছেন। ফর্মে না থাকলে কী হবে, তিনিই পর্তুগালের প্রধান আশা-ভরসা, তা জানেন পর্তুগালের কোচ ফার্নান্দো স‌্যান্টোস। তাই সিআর সেভেনকে সামনে রেখেই আসন্ন বিশ্বকাপের জন‌্য দল বেছে নিয়েছেন স্যান্টোস।


মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন, কিন্তু বিশ্বকাপ জেতার স্বপ্ন এখনও পূরণ হয়নি ক্রিস্তিয়ানো রোনালদোর। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপে নিশ্চয় বিশ্ব জয়ের আনন্দে মাততে চান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। কাতার বিশ্বকাপের সেই মিশনে রোনালদোর সঙ্গী কারা? কোচ ফের্নান্দো সান্তোস এরই মধ্যে জানিয়ে দিয়েছেন ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড।


অভিজ্ঞদের সঙ্গে তরুণ খেলোয়াড়ও আছে পর্তুগালের স্কোয়াডে। আছেন ১৯ বছর বয়সী বেনফিকা সেন্টার-ব্যাক আন্তোনিও সিলভা।


পর্তুগাল স্কোয়াড:
গোলকিপার: দিয়োগো কোস্তা, রুই পাত্রিসিও, জো সা; ডিফেন্ডার: দিয়োগো দালোত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, পেপে, রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, নুনো মেন্দেস, রাফায়েল গুয়েরেইরো, মিডফিল্ডার: রুবেন নেভেস, জোয়াও পালহিনহা, উইলিয়াম কারভালহো, ব্রুনো ফের্নান্দেস, ভিতিনিয়া, ওতাভিয়ো, জোয়াও মারিও, মাথেয়াস নুনেস, বের্নারদো সিলভা, ফরোয়ার্ড: রাফায়েল লেয়াও, জোয়াও ফেলিক্স, রিকার্দো হোর্তা, গনসালো রামোস, ক্রিস্তিয়ানো রোনালদো, আন্দ্রে সিলভা।


২৪ নভেম্বর ঘানার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পর্তুগাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Portugal, #Qatar World Cup 2022, #teammates, #Cristiano Ronaldo

আরো দেখুন