খেলা বিভাগে ফিরে যান

বিশ্রাম নাকি পুরোপুরি অব্যাহতি! কোচ দ্রাবিড়ের আসনে কি লক্ষণের অভিষেক?

November 11, 2022 | < 1 min read

টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া। নেটিজেন থেকে শুরু ক্রিকেট অনুরাগী, সকলেই কাঠগোড়ায় তুলছেন রোহিত শর্মার অধিনায়কত্ব ও ব্যক্তিগত পারফরম্যান্সকে। প্রাক্তন ক্রিকেটাররাও জোরালো সওয়াল করছেন কিছু খেলোয়াড়ের অবসর নিয়ে। রাহুল দ্রাবিড়ের বিরুদ্ধেও প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে, লজ্জার হারের পর ভারতীয় দলের কোচিং স্টাফেও ব্যাপক রদবদল আসতে পারে। এও শোনা যাচ্ছে, রাহুল দ্রাবিড় ও তাঁর সাপোর্ট স্টাফদের আপাতত ছুটিতে পাঠানো হয়েছে। নিউজিল্যান্ড সফরে হেড কোচ হিসেবে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ।

সিনিয়র দলের কোচ হিসেবে রাহুলের পারফরম্যান্স খুব একটা ভাল নয়। ১৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ড সফর শুরু হবে। বোর্ডের তরফে জানা গিয়েছে, রাহুল দ্রাবিড়, বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর ভারতে ফিরে আসছেন। বিশ্বকাপের পরে তাঁদের বিশ্রামে পাঠানো হচ্ছে। নিউজিল্যান্ড সফরের জন্য দলের কোচ ভিভিএস লক্ষ্মণ। বোলিং কোচ হচ্ছেন সাইরাজ বাহুতুলে। ব্যাটিং কোচের দায়িত্বে আসছেন হৃষিকেশ কানিতকর। প্রসঙ্গত, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে কোচের দায়িত্বে ছিলেন লক্ষণ।

ডিসেম্বরে বাংলাদেশ সফরে যাবে ভারতীয় দল। সেই দলে রোহিত, কোহলিরাও থাকবেন। এখন দেখার রাহুল ও তাঁর সাপোর্ট স্টাফরা দলে ফেরেন নাকি সাময়িক বিশ্রামের ছুটিই স্থায়ী ছুটিতে পরিণত হয়। তবে কি এটাই কোচ হিসেবে লক্ষণের ফ্লোর টেস্ট? প্রশ্ন উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#VVS Laxman, #Team India, #coach, #Rahul Dravid

আরো দেখুন