দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা, কেন্দ্রীয় সরকারের রিপোর্টের অপেক্ষায় রাজ্য

November 12, 2022 | < 1 min read

রাজ্য বনদপ্তরের কর্মী, আধিকারিকদের মধ্যে খুশির হাওয়া। কারণ তাঁরা মনে করছেন এবার সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। ছিল ৯৬। এবার সেটাই বেড়ে হতে পারে কমবেশি ১২৫। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট এলেই তা স্পষ্ট হবে।

গোটা দেশে বাঘ গণনা চলছে। মাস চারেক আগে পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর সুন্দরবনের বিভিন্ন কোণায় লাগানো ক্যামেরার ফুটেজ দেরাদুনে পাঠিয়ে দিয়েছিল। ২০১৮ সালে শেষ বাঘ গণনার রিপোর্টে সুন্দরবনে বাঘের সংখ্যা জানানো হয়েছিল ৯৬। সেক্ষেত্রে সুন্দরবনের বাঘের সংখ্যা এবার সেঞ্চুরি অতিক্রম করছে বলে নিশ্চিত বনদপ্তর। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, তাঁরা সুন্দরবনে গণনা প্রক্রিয়া চালিয়ে যে তথ্য পেয়েছেন তাতে গতবারের তুলনায় ২৭টি বাঘ বাড়ছে, এমনই ইঙ্গিত মিলেছে। চূড়ান্ত রিপোর্টে এটা কিছুটা এদিক ওদিক হতে পারে বলেও তিনি জানান। বাঘ গণনা প্রক্রিয়ায় যেসব তথ্য পাওয়া গিয়েছে তা নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে।

চার বছরে এই বৃদ্ধিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। রাজ্য সরকারও চাইছে সুন্দরবনের আরও কিছু এলাকাকে ‘কোর টাইগার জোন’ হিসেবে চিহ্নিত করতে। গত আড়াই তিন বছরে পর্যটকরা গেলেই সুন্দরবনে মোটামুটি বাঘের দেখা মিলছে। সম্প্রতি একসঙ্গে তিনটি বাঘ ধরা পড়েছিল পর্যটকদের ক্যামেরায়। তবে কোর জোন ঘোষিত হলে সেখানে পর্যটক, মৎস্যজীবীসহ অন্যদের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#tiger, #sundarbans

আরো দেখুন