জর্ডনে নজির শিবার, এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপে এক ডজন পদক জয় ভারতের
জর্ডনে ইতিহাস গড়লেন ভারতীয় তারকা বক্সার শিবা থাপা। শনিবার এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন তিনি। চোটের কারণে অধরা থেকে গেল সোনা। ৬৩ কেজি বিভাগের ফাইনালে নাম প্রত্যাহার করায়, রুপোতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে। এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের মধ্যে সবচেয়ে সফল বক্সার হয়ে গেলেন আঠাশ বছর বয়সী শিবা। এর আগে ২০১৩ সালে সোনার পদক জয় করেছিলেন এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপে। ২০১৭ ও ২০২১ সালে জিতেছিলেন রুপো, ২০১৫ ও ২০১৯ সালে জিতেছেন ব্রোঞ্জ।
এদিন উজবেকিস্তানের আবদুল্লায়েভ রুসলানের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় বক্সার। দ্বিতীয় রাউন্ডেই গোড়ালিতে চোট পেয়ে ছিটকে যান তিনি। এবার এশিয়ান এলিট বক্সিং চ্যাম্পিয়নশিপে চারটি সোনা, দু’টি রুপো ও ছ’টি ব্রোঞ্জসহ ভারতের মোট পদকের সংখ্যা হল ১২। মহিলা বক্সারদের হাত ধরে দেশে সাতটি পদক এসেছে। ২৭টি দেশের মোট ২৫৭ জন বক্সাররা লড়াইয়ে নেমেছিলেন।