কলকাতা বিভাগে ফিরে যান

আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন, এক ধাক্কায় পারদ নামল ১৮-তে

November 13, 2022 | < 1 min read

ছবি সংগৃহীত

বাংলা পঞ্জিকা বলছে অগ্রহায়ণ আসবো আসবো করছে। ইতিমধ্যেই কলকাতায় শীতের আমেজ পুরোদস্তুর অনুভূত হচ্ছে। রবিবার সকালে এক ধাক্কায় ১৮ ডিগ্রিতে তাপমাত্রার পারদ নেমে এসেছে আজই কলকাতায় মরশুমের শীতলতম দিন। রবিবারের ভোর ছিল কুয়াশায় ঢাকা। কলকাতার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও পারদের পতন হয়েছে। কিন্তু কবে থেকে জমিয়ে ব্যাটিং শুরু করবে শীত?

শনিবারের তুলনায় প্রায় ২ ডিগ্রি কমে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ার তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামের তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছকাছি। বর্ধমান, আসানসোল, বীরভূমেও তাপমাত্রার পারদ পড়েছে। শনিবারই হাওয়া অফিস জানিয়েছিল, আগামী ৪-৫ দিন কুড়ি ডিগ্রির নিচেই থাকবে কলকাতার তাপমাত্রা। সে সম্ভাবনাই সত্যি হল। সকাল ও সন্ধেয় বেশ ভালভাবেই শীত জানান দেবে, তিনি আসছেন। অন্যদিকে, বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের সংযোগস্থলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে।​​

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #Winter, #Weather forecast, #kolkata weather

আরো দেখুন