দেশ বিভাগে ফিরে যান

হিমাচলের মতো গুজরাতেও বিজেপি’র প্রার্থী নির্বাচন ঘিরে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে

November 14, 2022 | 2 min read

হিমাচল প্রদেশের মতো গুজরাতেও বিজেপি’র প্রার্থী নির্বাচন নিয়ে দ্বন্দ্ব প্রকাশ্যে। এখানেও দলের অন্দরের বিবাদ মেটাতে তৎপর হতে হয়েছে অমিত শাহ, জে পি নাড্ডাদের। ড্যামেজ কন্ট্রোল করতে আমেদাবাদে ছুটে যেতে হচ্ছে বিজেপি’র শীর্ষ নেতৃত্বকে।

গুজরাতে প্রার্থী নির্বাচনে পুরনো ও নব্য বিজেপি নিয়েই মূলত সংঘাত। নতুন মুখ, দলবদল করে আসা কংগ্রেস ও নির্দলদের প্রার্থী করতে গিয়ে ৩৮ জন বিধায়ককে বাদ দেন মোদী-শাহরা। আর তাতেই বিপত্তি। রাজনৈতিক মহলের মতে এমনিতে এবারের গুজরাত বিধানসভা নির্বাচনে যথেষ্ট চাপে রয়েছে বিজেপি। তার উপর শেষ মহূর্তে দলীয় কোন্দল ভোটবাক্সে বিরূপ প্রভাব ফেলতে পারে।

ভদোদরার ছ’বারের বিধায়ক মধু শ্রীবাস্তবকে এবার টিকিট দেয়নি পদ্মশিবির। তালিকা প্রকাশ হতেই নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন প্রবীণ বিধায়ক। পরিস্থিতি বেগতিক বুঝে শাহর দূত হয়ে ভদোদরা যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি। তাঁর সঙ্গে দেখা করা দূর অস্ত, উল্টে রবিবার দলের রাজ্য কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ দেখান শ্রীবাস্তব ও অনুগামীরা। রাজ্য দফতরের সামনে পুলিশ পিকেট বসাতে হয়। বিক্ষুব্ধ প্রাক্তন বিধায়ক জানান, কর্মী-সমর্থকরা তাঁকে নির্দল প্রার্থী হয়ে লড়তে বলেছেন। তাঁদের দাবিকে গুরুত্ব দিতেই তিনি লড়বেন ।

প্রাক্তন বিধায়ক ও রাজ্যে পরিচিত আদিবাসী মুখ হর্ষদ ভাসাভাকে প্রার্থী করে গেরুয়া শিবির। দু’দিন আগে ক্ষোভের কথা রাজ্য দফতরে জানিয়েছিলেন। শনিবার সমর্থকদের সঙ্গে নিয়ে তাঁর পুরনো কেন্দ্র নর্মদা জেলার নন্দোদ আসনে মনোনয়ন জমা দেন। ভাসাভা বর্তমানে রাজ্য বিজেপির তফসিলি উপজাতি মোর্চার সভাপতি। টানা দশ বছর রাজপিপলার বিধায়ক ছিলেন। তাঁকে প্রার্থী না করায় নন্দোদ ও রাজপিপলা দু’টি আসনেই বিজেপিকে বেগ পেতে হবে।

রাজপিপলা আসনে কংগ্রেস থেকে আসা প্রাক্তন সাংসদ প্রয়াত চান্দু দেশমুখের মেয়ে দর্শনাকে প্রার্থী করেছে বিজেপি। আবার ভদোদরা জেলার পাদ্রা আসনে নতুন মুখ চৈতন্যসিং জালাকে প্রার্থী করেছেন শাহরা। এই আসনের প্রাক্তন বিধায়ক দীনেশ প্যাটেলও নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। গতবার আসনটি কংগ্রেস জিতলেও দীনেশ এলাকায় যথেষ্ট প্রভাবশালী নেতা বলেই পরিচিত।

এমনিতেই এবারে বিজেপি’র প্রার্থী নির্বাচন ঘিরে প্রথম থেকেই বিতর্ক শুরু হয়েছে। গুজরাতের নারোদা পাটিয়া গণহত্যায় দোষী সাব্যস্ত হয়েছিলেন বাবা। মেয়েকে সেই নারোদা কেন্দ্রেই প্রার্থী করেছে বিজেপি। বিরোধীদের কটাক্ষ, নারোদা গণহত্যায় দোষীদের এ ভাবেই পুরস্কৃত করছে বিজেপি। আবার গোধরা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে চন্দ্রসিংহ রাউলজিকে। বিলকিস বানোর গণধর্ষণে দোষীদের ‘সংস্কারী ব্রাহ্মণ’ বলেছিলেন রাউলজি। ফলে নির্বাচনের শেষ মুহূর্তে ঘরে-বাইরে যথেষ্ট চাপে রয়েছে বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Himachal Pradesh, #bjp

আরো দেখুন