বিনোদন বিভাগে ফিরে যান

প্রকাশ পেল শ্রীজাতর ছবি ‘মানবজমিন’-এর অফিশিয়াল টিজার

November 14, 2022 | < 1 min read

কবি, গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijato) প্রথম পরিচালিত ছবি ‘মানবজমিন’-এর অফিশিয়াল টিজার প্রকাশ পেল।

টিজার অনুযায়ী ‘মানবজমিন’ ছবির বিভিন্ন চরিতে রূপদান করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়ঙ্কা সরকার, পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়রা। ছবির বেশিরভাগ শ্যুটিং হচ্ছে কলকাতায়। রানা সরকার মানবজমিন ছবি প্রযোজক ।

জল্পনা হয়েছিল, ছবির চিত্রনাট্য নিয়ে পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের মধ্যে মতবিরোধ হয়েছে। তবে অফিশিয়াল টিজারে সৃজিতকে দেখা গিয়েছে। জয় সরকার এই ছবির সংগীত পরিচালনা করছেন। জানা গিয়েছে ২০২৩-এর জানুয়ারিতে মুক্তি পাবে ‘মানবজমিন’।

TwitterFacebookWhatsAppEmailShare

#Manobjomin, #Srijato Bandyopadhyay

আরো দেখুন