দেশ বিভাগে ফিরে যান

মোদীর সভায় ভিড় বাড়াতে আসা ‘সমর্থক’দের টাকা না দেওয়ার অভিযোগ BJP -র বিরুদ্ধে!

November 14, 2022 | < 1 min read

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব়্যালিতে ভাড়া করে লোক আনতে হচ্ছে বিজেপিকে! ইতিমধ্যেই একটি ভিডিও সামাজিক মধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একদল মানুষ থানায় অভিযোগ দায়ের করে প্রতিবাদ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় উপস্থিত থাকলে জন প্রতি মিলবে ৫০০টাকা। যদিও অর্ধেক অর্থাৎ আড়াইশো টাকা করে দেওয়া হয়েছে।

গত ১১ নভেম্বর শুক্রবার বেঙ্গালুরুতে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। ওই দিন কর্ণাটকের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২-এর উদ্বোধন করেন মোদী। এছাড়াও কেম্পেগৌড়ার ১০৮ ফুটের মূর্তি উন্মোচন করেন। অভিযোগকারীরা জানাচ্ছেন এই সভায় ভিড় বাড়ানোর জন্য ৫০০ টাকার প্রলোভন দেখিয়েছিলেন। অথচ দেওয়া হয়েছে ২৫০ টাকা করে। শনিবার রাজ্যের চিক্কাবল্লাপুর জেলার শিদলাঘাটায় বিক্ষোভ দেখান তাঁরা।

এই ভিডিওটি প্রকাশ্যে আসার পরই বিষয়টি সরব হয়েছে বিরোধীরা। তারা বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে কটাক্ষ করতেও ছাড়ে নি। এই স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। তবে পুলিশের দাবি, বিজেপি নেতা ও অভিযোগকারীদের মধ্যে আলোচনায় শেষ পর্যন্ত ঝামেলা মিটে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #bjp, #Karnataka

আরো দেখুন