← হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত, দেখুন ভিডিও
খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আলিপুরদুয়ার আদালত। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ২০০৯ সালে দুটি সোনার দোকানে চুরির ঘটনায় ।
২০০৯ সালে আলিপুরদুয়ার এলাকায় দুজন স্বর্ণ ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও লুঠপাটের ঘটনায় নিশীথ প্রামাণিকের নাম জড়ায়। বর্তমানে কোচবিহার জেলার সাংসদ নিশীথ প্রামাণিক ২০০৯ সালের এই সোনার দোকান লুঠপাট ও ভাঙচুরের ঘটনায় এর আগে আত্মসমর্পণ করেন। আগেও এই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আদালতে হাজিরা না দেওয়ায়। সেইবার তিনি পরে আদালতে হাজিরা দেন।
এবার আলিপুরদুয়ার আদালতের ওই একই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল।