← রাজ্য বিভাগে ফিরে যান
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ কর্মসূচি শুরু করছে রাজ্য সিপিআই(এম)
মঙ্গলবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের রাজ্য দপ্তরে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দলীয় মুখপত্র গণশক্তির পোর্টাল প্রকাশ করেন। এবার থেকে সাধারণ মানুষ নিজেদের মতামত ওই পোর্টালে জানাতে পারবেন।
এদিন মহম্মদ সেলিম জানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বামমনস্ক মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ কর্মসূচি শুরু করছে বাম দলটি। এই অর্থ সংগ্রহ করা হবে ডিজিটাল মাধ্যমে। যে কোনও ব্যক্তি নির্দিষ্ট কিউআর কোড মারফত সিপিআইএমের দলীয় তহবিলে অর্থ সাহায্য করতে পারবেন। এই টাকা জমা হবে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
সেলিম বলেন, আমরা খেটে খাওয়া মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করি। সেই কারণেই মানুষের লড়াইয়ে মানুষের রসদ, এই স্লোগান নিয়ে আমরা মানুষের দরবারে হাজির হচ্ছি। মোবাইল অ্যাপে এই টাকা দেওয়া যাবে। রেড ভলান্টিয়াররা এই অর্থ সংগ্রহে সাহায্য করবেন।