মিজোরামের পাথর খাদান ধ্বসে মৃতদের মধ্যে বাংলা থেকে পাঁচ যুবক
সোমবার মিজোরামে পাথর খাদান ধসে নদিয়ার তেহট্টের তিন জন যুবক সহ বাংলার পাঁচজনের মৃত্যু হয়েছে। নদিয়ার মৃত তিন যুবকের নাম বুদ্ধদেব মণ্ডল (২৪), মিন্টু মণ্ডল (২২) ও রাকেশ বিশ্বাস (২০)। ওই তিনজন তেহট্টের কালীতলা পাড়া এলাকার বাসিন্দা। তাঁরা এবিসি কন্সট্রাকশন নামে একটি ঠিকাদারি সংস্থায় কাজ করতেন। এছাড়াও চাপড়ার পিঁপড়াগাছির মদন দাস (২৬) এবং সন্দেশখালির ঢোলখালী খুলনার সুব্রত রপ্তানির (২৪) মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট ১২ জন মারা যাওয়ার খবর মিলেছে মিজোরামে পাথর খাদান ধসে। মঙ্গলবার তার মধ্যে ৮ জনের দেহ প্রাথমিক অবস্থায় উদ্ধার করা হয়। চার জনের দেহ এখনও মেলেনি।
সোমবার মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে দক্ষিণ মিজোরাম হাঁথিয়াল জেলায় একটি পাথর খাদান ধসে পড়ার খবর মেলে। মঙ্গলবার সকালে ৮ জনের দেহ উদ্ধার হয়। এবিসিআই ইনফ্রাস্ট্রাকচারের পাথর খাদানে কয়েক জন কর্মীও কাজ করছিলেন। হঠাৎই ধস নামে খাদানের ভিতরে।
মঙ্গলবার দুপুরে ঠিকাদারের মাধ্যমে পরিবারের লোকজন ওই যুবকদের মৃত্যুর খবর পান। প্রশাসনের তরফ থেকে মৃতদের দেহ ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।