রাজ্য বিভাগে ফিরে যান

নিশীথের পর এবার জন বার্লা, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

November 18, 2022 | < 1 min read

এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হল কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধেও। বৃহস্পতিবারই এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত।

লোকসভা নির্বাচনের সময় বিজেপি প্রার্থ জন বার্লার বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গ করার অভিযোগ উঠেছিল। সেই মামলায় বাকিরা জামিন পেলেও জামিন পাননি জন বার্লা। সম্প্রতি আদালত তাঁকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায়। কিন্তু সেই আদেশ উপেক্ষা করে তিনি বা তাঁর আইনজীবী হাজির হননি। সেই সূত্রেই এবার জারি হল গ্রেপ্তারি পরোয়ানা।

প্রসঙ্গত কয়েকদিন আগেই একটি পুরনো মামলায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ২০০৮-২০০৯ সালের সেই মামলা চলাকালীনই সাংসদ হন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#John Barla

আরো দেখুন