২০২৩ সালের ৩০ এপ্রিল হতে চলেছে রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা WBJEE পরীক্ষা
২০২৩ সালের ৩০ এপ্রিল, শনিবার হতে চলেছে রাজ্যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা WBJEE পরীক্ষা, জানিয়ে দিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড। ৩০ এপ্রিল, বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অঙ্ক পরীক্ষা। সেদিনই বেলা ২টো থেকে ৪টে পর্যন্ত নেওয়া হবে পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষা।
এই কমন এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি ও আর্কিটেকচারে ভর্তির জন্য। এই পরীক্ষায় পাস করলে রাজ্যের বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ ও নির্দিষ্ট কিছু অন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের এজন্য বোর্ডের ওয়েবসাইটে দেওয়া ইনফর্মেশন বুলেটিনে নজর রাখতে হবে। ওএমআর শিটে এই পরীক্ষা হবে।
এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে পরীক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইটে (https://wbjeeb.nic.in/) নজর রাখতে হবে। অনলাইনে আবেদন করতে হবে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে।