দেশ বিভাগে ফিরে যান

দলের দায়িত্ব ছাড়লেন ফারুক আবদুল্লা, ন্যাশনাল কনফারেন্সের দায়িত্ব এবার কে পাচ্ছেন?

November 18, 2022 | < 1 min read

প্রয়াত মুলায়ম সিং যাদব, লালুপ্রসাদ যাদবের পথ অনুসরণ করলেন ফারুক আবদুল্লা। পাকাপাকিভাবে ন্যাশনাল কনফারেন্সের ভার কার্যত ছেলে ওমর আবদুল্লার হাতে তুলে দিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা।

শুক্রবার সকালে জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতির পদ থেকে ইস্তফা দেন ফারুক। শ্রীনগরে কর্মীদের উদ্দেশ করে বলেন, দলকে নেতৃত্ব দেওয়ার মতো শারীরিক অবস্থা আমার আর নেই। প্রসঙ্গত, আগামী ৫ ডিসেম্বর দলের নতুন সভাপতি নির্বাচন হবে। দলের বর্তমান সহ সভাপতি এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক-পুত্র ওমর আবদুল্লা সম্ভাব্য সভাপতি হচ্ছেন।

ভূস্বর্গের কিংবদন্তি নেতা ৮৫ বছর বয়সী ফারুক আবদুল্লার রাজনৈতিক জীবন তাঁর ব্যক্তিগত জীবনের মতোই রঙিন। নিজের রাজ্যের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, দাবিদাওয়া আদায়ের জন্য, পারিবারিক স্বার্থ রক্ষার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে বরাবর সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। নিজের রাজনৈতিক স্বার্থে দিল্লির কোনও সরকারকেই খুব একটা চটান নি। সে কংগ্রেসই হোক বা বিজেপি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Farooq Abdullah

আরো দেখুন