খেলা বিভাগে ফিরে যান

আজ থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথ, তরুণদের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা

November 18, 2022 | < 1 min read

আজ থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক দ্বৈরথ। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালেই যাত্রা শেষ হয়েছে দুই দলের। স্বপ্নভঙ্গের বেদনাকে পিছনে ফেলে, সিরিজের প্রথম টি-২০ ম্যাচে নতুন শুরুর জন্যে মুখিয়ে রয়েছে দুই অধিনায়ক। দু-বছর পর ফের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, সেই বিশ্বকাপের জন্যে টি-টোয়েন্টির টিম গড়তে উদ্যোগী টিম ইন্ডিয়া। এই সিরিজের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই হয়ত পরের কাপযুদ্ধে নামবে ভারত। সে হিসেবে আজ থেকেই শুরু কাপ জেতার রোডম্যাপ।

ইঙ্গিত মিলেছে, খেলার ধরণেও পরিবর্তন আনতে চলেছে টিম ইন্ডিয়া। রাহুল দ্রাবিড়কে বিশ্রামে পাঠিয়ে কোচের দায়িত্বে নিয়ে আসা হয়েছে ভিভিএস লক্ষ্মণকে। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে প্রথম ছয় ওভারে জ্বলে উঠতে দেখা যায়নি ভারতীয় ব্যাটসম্যানদের! এবার শুরু থেকেই ঝড় তোলার ইঙ্গিত দিয়েছেন লক্ষ্মণ। রোহিত, বিরাটদের অনুপস্থিতিতে টপ অর্ডার কেমন হবে, সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহলে। ঈশান কিষান, শুভমান গিলকে হয়ত আজ ওপেন করতে দেখা যাবে। ওপেনার হিসেবে ঋষভ পন্থের নামও আলোচিত হচ্ছে । শ্রেয়স আয়ার, দীপক হুডা ও সঞ্জু স্যামসন; তিনজনের মধ্যে কেউ একজন তিনে নামতে পারেন। চারে সূর্যকুমার যাদবই থাকছেন। তারপর থাকছেন হার্দিক। 

চোট সারিয়ে ফিরছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং নিশ্চিত। দুই ভারতীয় রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবকে কী খেলাবে ভারত? হার্শল প্যাটেল, মহম্মদ সিরাজ, উমরান মালিকরাও রয়েছেন। কেমন হবে প্রথম একাদশ। এর আগে কিউয়িদের ৫-০-এ হারিয়ে টি-২০ সিরিজ জিতেছিল ভারত। এবার কেন উইলিয়ামসন পুরো শক্তি নিয়ে নামছেন। অন্যদিকে, তরুণদের ভারতের ভরসা তারণ্য। খেলা শুরু দুপুর ১২টায়, নতুন ভারতীয় দলের প্রথম ম্যাচ কেমন হয়, সেদিকেই লক্ষ্য ভারতীয় ক্রিকেট প্রেমীদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Cricket, #New Zealand, #hardik pandya, #t20 series

আরো দেখুন