দেশ বিভাগে ফিরে যান

ব্যাঙ্কের মতো পরিচয়পত্রেও KYC! মোদী সরকারের নিয়মের গেরোয় নাজেহাল আমজনতা

November 18, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: Housing.com

এবার ব্যাঙ্কের মতো পরিচয়পত্রেও কেওয়াইসি, মোদী সরকারের নিত্যনতুন নিয়মের গেরোয় নাজেহাল সাধারণ মানুষ। এমনিতেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট সচল রাখতে, দফায় দফায় কাগজ জমা দিতেই সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। এবার পরিচয়পত্রের জন্যও একই নিয়ম আনছে মোদী সরকার। তা না হলেই মিলবে না কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা।

উল্লেখ্য, গত সপ্তাহেই আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশনের নিয়মবিধিতে সংশোধনী আনা হয়েছে। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডে থাকা তথ্যের প্রামাণ্য নথি জমা করতে হবে। এবার একই নিয়ম সব ধরণের পরিচয়পত্রের ক্ষেত্রে চালু করতে মরিয়া মোদী সরকার। মোদী সরকার চাইছে, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ডের তথ্য সর্বত্র যেন এক থাকে। সরকার চাইছে, সেন্ট্রাল আইডেন্টিটি ডেটা রিপোজটরির তথ্য ভাণ্ডারে নাগরিকের সব কার্ডের তথ্যই এক হোক।

সেই কারণেই নয়া বিধির প্রয়োজন হয়ে পড়েছে। সব কার্ডের আপডেট চালু করাই সরকারের উদ্দেশ্য। ভোটার কার্ডের ক্ষেত্রে বুথ স্তরে অফিসারদের নিয়ম করে প্রতিটি কার্ডের সাম্প্রতিকতম তথ্য সংযুক্ত করার নিদান দেওয়া হচ্ছে। প্যান, পাসপোর্ট, রেশনের ক্ষেত্রে তথ্যের পরিবর্তন হলে তৎক্ষণাৎ সংশোধ করতে বলা হচ্ছে। এক ব্যাঙ্কের কেওয়াইসি জমা করতে গিয়ে ঝামেলার শেষ নেই আমজনতার। এর পরে আবার সব পরিচয় পত্রের কেওয়াইসি? কতদিন লাগবে, কীভাবে তা হবে, এই নিয়ে চিন্তায় সাধারণ মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#BANK, #Banking, #modi govt, #KYC

আরো দেখুন