রাজ্য বিভাগে ফিরে যান

আজ শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন

November 18, 2022 | < 1 min read

শুক্রবার থেকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। গত বুধবার সর্বদলীয় ও বিএ কমিটির বৈঠক হয়েছিল কিন্তু তাতে ছিল না বিরোধী দলের সদস্যরা। তাই নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন।

বিধানসভার শীতকালীন অধিবেশনে বেশ কয়েকটি বিল আসতে পারে। আগামী ২৩ তারিখে পরবর্তী বিএ কমিটির বৈঠকে আরও কয়েকটা বিলের বিষয়ে জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। দুটি বিল পেশ করা হতে পারে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে যা পাশ হলে একাধিক ডেপুটি মেয়রের পদ সৃষ্টি করা যাবে কর্পোরেশনগুলিতে। এছাড়া পেশ হতে পারে কিছু বেসরকারি প্রস্তাব।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #WB Legislative Assembly, #Winter Session

আরো দেখুন