← কলকাতা বিভাগে ফিরে যান
সুখবর! আগামী তিন মাসের মধ্যে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে
কলকাতাবাসীর জন্য সুখবর। আগামী তিন মাসের মধ্যে জোকা-তারাতলা মেট্রো পরিষেবা শুরু করা যেতে পারে বলে খবর। কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেয়ে গেছে জোকা-তারাতলা মেট্রো।
ফলে কলকাতায় আরও একটি মেট্রো পরিষেবা শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা। গত ১০ নভেম্বর চূড়ান্ত পর্বে ওই রুটের মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেন রেলওয়ে সেফটি কমিশনার আব্দুল লতিফ খান। মেট্রো স্টেশন, কন্ট্রোল প্যানেল, প্ল্যাটফর্ম, রেলপথ-সহ মেট্রো পরিষেবার যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। তার পরই ওই রুটে মেট্রো পরিষেবা চালুর ব্যাপারে ছাড়পত্র দেওয়া হল।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, রেলওয়ে সেফটি কমিশনার নিজেই সমস্ত বিষয় খতিয়ে দেখার পর ছাড়পত্র দিলেই যাত্রীসাধারণের জন্য চালু হয়ে যাবে বেহালা মেট্রো। সেই মতোই মিলেছে ছাড়পত্র।