স্থগিত হল শনিবারের ব্যাঙ্ক ধর্মঘট। জানা যাচ্ছে, আজ দেশব্যাপী যে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তা শেষ মুহূর্তে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শুক্রবার বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিদের মধ্যে তিন দফায় বৈঠক হয় মুখ্য লেবার কমিশনারের সঙ্গে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির দাবিদাওয়া নিয়ে আলোচনা হবে। সেই কারণে, এআইবিইএ এবং এআইবিওএ-র তরফে শনিবারের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সি এইচ ভেঙ্কটচলম জানান, ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে কারণ ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির সমস্ত দাবি নিয়ে আলোচনা হয়েছে। আইবিএ এবং ব্যাঙ্কগুলি সেই ইস্যুগুলি সমাধান করার জন্য একমত হয়েছে।