বিবিধ বিভাগে ফিরে যান

টুইটারের নতুন পলিসি বাক্ স্বাধীনতা: ইলন মাস্ক

November 19, 2022 | < 1 min read

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারের মালিকানা পাবার পর ইলন মাস্ক বলেছিলেন, টুইটারে Content Moderation হবে। তা নিয়ে ধন্ধে ছিল গোটা দুনিয়া। মাস্ক মাঝখানে টুইট করে জানিয়েছিলেন, বর্তমানে টুইটারে যে কন্টেন্ট পলিসি আছে, সেটাই থাকবে। তবে জল্পনা চলছিলই। শনিবার মাস্ক যে টুইট করেছেন, তাতে স্পষ্ট টুইটারের নতুন পলিসি চালু হচ্ছে।

ইলন মাস্ক তাঁর টুইটবার্তায় লিখেছেন –


“টুইটারের নতুন পলিসি বাক্ স্বাধীনতা, কিন্তু নাগাল পাওয়ার স্বাধীনতা নয়।
নেতিবাচক/ঘৃণামূলক টুইট সর্বাধিকভাবে Deboosted & Demonetized হবে, তাই টুইটারে কোনও বিজ্ঞাপন কিংবা অন্যান্য উপার্জন হবে না।


নির্দিষ্টভাবে না খুঁজলে আপনি সংশ্লিষ্ট টুইট পাবেন না, যা ইন্টারনেটের অন্যান্য জিনিস থেকে কোনওভাবেই আলাদা হবে না।”

উল্লেখ্য, সম্প্রতি মাস্ক টুইটারে ব্লু টিকের জন্য মূল্য ধার্য করেছেন। মাসে ৮ ডলারের বিনিময়ে ব্লু টিক কিনতে পারবেন যে কেউই। এই নিয়েও অনেকে সমালোচনা হচ্ছে কারণ, অর্থের বিনিময়ে অনেক ফেক অ্যাকাউন্টেও ব্লু টিক পেয়ে যাচ্ছে। তা দূর করার জন্য টুইটার শীঘ্রই চেষ্টা করবে বলে জানিয়ে দিয়েছেন মাস্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

#twitter, #Elon Musk

আরো দেখুন