গ্যাস চুরি রুখতে নয়া পদক্ষেপ, সিলিন্ডারে বসছে কিউ আর কোড
রান্না গ্যাসের সিলিন্ডারের ওজন কম, গ্যাস চুরি ও অপচয় ঠেকাতে নেওয়া হচ্ছে নয়া উদ্যোগ। রান্নার গ্যাস সিলিন্ডারে বসানো হচ্ছে কুইক রেসপন্স কোড। প্রায়ই অভিযোগ ওঠে সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কম থাকছে। গ্যাস চুরি রুখতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, এলপিজি সিলিন্ডারে গ্যাস চুরি ঠেকাতে সিলিন্ডারে কিউআর কোড বসানো হচ্ছে। কোডের মাধ্যমে গ্যাস সিলিন্ডারে উপস্থিত গ্যাসের পরিমাণ খুব সহজেই ট্র্যাক করা যাবে। সেই সঙ্গে চোরদের দ্রুত ধরা যাবে। একটি ভিডিও টুইট করেন পেট্রোলিয়াম মন্ত্রী। জানা গিয়েছে, সিলিন্ডারের গায়ে কিউআর কোডটি ঝালাই করে লাগানো থাকবে। দাবি করা হচ্ছে, এই পরিষেবা চালু হলে সিলিন্ডারের গ্যাস চুরি, ট্র্যাকিং, ট্রেসিংয়ের মতো নানা সমস্যার সমাধান হবে। জানা গিয়েছে, প্রাথমিকভাবে কিউআর কোড যুক্ত ২০ হাজার সিলিন্ডার আনা হয়েছে। তিন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।