খেলা বিভাগে ফিরে যান

ইকুয়েডরের ভ্যালেন্সিয়ার জোড়া গোলে আয়োজক কাতার কাত

November 20, 2022 | < 1 min read

শুরু হয়ে গেল ফুটবলের বিশ্বযুদ্ধ। ২০২২ সালের বিশ্বকাপে আজ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল আয়োজক কাতার ও ইকুয়েডর। দোহার আল বায়েৎ স্টেডিয়ামে এদিন কাতারকে ২-০ গোলের ব্যবধানে হারাল ইকুয়েডর। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে জোড়া গোল করে নজির গড়লেন ভ্যালেন্সিয়া।

কাতার বিশ্বকাপের প্রথম গোলটি এল পেনাল্টি থেকে। ম্যাচ শুরুর ১৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইকুয়েডরকে এগিয়ে দেন এনার ভ্যালেন্সিয়া। তবে ম্যাচ প্রথম থেকেই নাটুকে ছিল। ম্যাচের চার মিনিটে ভ্যালেন্সিয়াই গোল করেছিলেন। কিন্তু ভিএআর পদ্ধতিতে দেখে অফসাইড হওয়ায় গোলটি বাতিল করেন রেফারি। ৩১ মিনিটে অধিনায়ক ভ্যালেন্সিয়া আবারও কাতারের জালে গোল জড়িয়ে দেন। ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। লাগাতার আক্রমণে তছনছ হয়ে যায় কাতারের রক্ষণ। এইভাবেই শেষ হয় প্রথমার্ধ।

কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে ফলাফলে তেমন কিছুই বদল হল না। দুই দলই একাধিক পরিবর্তন করে। তবে দ্বিতীয়ার্ধে বেশ কিছু ভাল শট দেখা যায় কাতারের খেলোয়াড়দের পায়ে। নামা মুন্তারির শট একটুর জন্যে মিস হয়। কিন্তু কাতার বিশ্বকাপ জয় দিয়েই শুরু করল ভ্যালেন্সিয়ার ইকুয়েডর।

অন্যদিকে, ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথম বার আয়োজক দেশ প্রথম ম্যাচেই পরাজয়ের মুখ দেখল।

TwitterFacebookWhatsAppEmailShare

#ecuador, #qatar, #Qatar World Cup 2022, #Fifa Qatar world cup 2022

আরো দেখুন