খেলা বিভাগে ফিরে যান

আজ থেকে শুরু হচ্ছে ফুটবলের মহারণ, কোথায় দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান?

November 20, 2022 | < 1 min read

আজ থেকে শুরু হচ্ছে ফুটবলের মহারণ, ৩২টি দেশের মহাযুদ্ধ চলবে এক মাস জুড়ে। মেসি, রোনাল্ডোতে ভাগ হয়ে গিয়েছেন ফুটবলপ্রেমীরা। পাড়ায় পাড়ায় শুরু হয়েছে তর্কের ঝড়, ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে উত্তেজনা, বন্ধুদের মধ্যে মুখ দেখাদেখি অবধি বন্ধ। চড়ছে বিশ্বকাপের পারদ। আজ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই বিশ্বকাপ শুরু হতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব।

কোথায় হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান?

কাতারের দোহার আল বায়েত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রায় ৬০ হাজার দর্শক উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারবেন।

কখন শুরু উদ্বোধনী অনুষ্ঠান?
ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা।

কারা থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে?

উদ্বোধনী অনুষ্ঠানে কারা থাকবেন, তা নিয়ে ফিফার তরফে এখনও কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জানকুকের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামস এবং বলি তারকা নোরা ফাতেহির উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। খবর মিলেছে, গৃহযুদ্ধের কারণে ইকুয়েডরের প্রেসিডেন্ট অনুষ্ঠানে থাকতে পারবেন না।​

কোথায় দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান?

স্পোর্টস ১৮ চ্যানেলে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে। এছাড়াও ওটিটিতে জিয়ো সিনেমা অ্যাপে দেখা যাবে।

প্রথম ম্যাচ:
আয়োজক দেশ কাতার বনাম ইকুয়েডর ম্যাচের মাধ্যমে শুরু হতে চলেছে এবারের বিশ্বকাপ। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯.৩০টায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Qatar World Cup 2022, #FIFA World Cup 2022

আরো দেখুন