খেলা বিভাগে ফিরে যান

বল গড়ানোর আগেই দুঃসংবাদ, কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন করিম বেঞ্জেমা

November 20, 2022 | < 1 min read

বিশ্বকাপের বল গড়ানোর আগেই দুঃসংবাদ। বড় ধাক্কা বিশ্ব চ্যাম্পিয়নদের শিবিরে, কাতার বিশ্বকাপ ছিটকে গেলেন ফরাসি তারকা করিম বেঞ্জেমা। শনিবার অনুশীলনের সময় উরুর পেশীতে চোট পান বেঞ্জেমা। দোহার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা করেন জানিয়েছেন, ফরাসি তারকার উরুর মাসেল টিয়ার হয়েছে। বেঞ্জেমার পক্ষে এবার বিশ্বকাপ খেলা সম্ভব নয়।

চলতি মরশুমেই ব্যালন ডি’অর জিতেছিলেন করিম বেঞ্জেমা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাতার বিশ্বকাপে ফ্রান্সের অন্যতম বাজি ছিলেন তিনি। রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার আক্রমণ গড়ে তোলার অন্যতম কারিগর। তিনি বাদ যাওয়া ফ্রান্স শিবির থেকে শুরু করে ফুটবল অনুরাগীরা, সকলেই হতাশ। দলের সেরা স্ট্রাইকার ছিটকে যাওয়ায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ফলে করিম বেঞ্জেমাকে এবারের মতো বিশ্বকাপে আর দেখা যাবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Karim Benzema, #FIFA World Cup 2022

আরো দেখুন