কাপলিং খুলে বিপত্তি, দুর্ঘটনার কবলে ডাউন কৃষ্ণনগর লোকাল
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদহগামী কৃষ্ণনগর লোকাল। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল। শ্যামনগর স্টেশন ছাড়তেই কাপলিং খুলে বিপত্তি, সামনের চারটি বগি নিয়ে ছুটতে শুরু করে ট্রেন, আলাদা হয়ে যায় পিছনের বগিগুলি। এখনও অবধি হতাহতের কোনও খবর নেই।
কৃষ্ণনগর থেকে ট্রেনটি শিয়ালদহ আসছিল। শ্যামনগর স্টেশন পেরোনোর পরই ট্রেনের চার ও পাঁচ নম্বর কামরার সংযোগস্থল থেকে আলাদা হয়ে যায়। সামনের চারটি বগি নিয়ে এগোতে থাকে ট্রেন, পিছন দিকের আটটি বগি খানিক এগিয়েই থমকে যায়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়ায়। যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন।
দ্রুত মেরামতির কাজ শুরু হয়। কিছুটা সময় লাগে ঠিক হতে, ফলে আপ লাইনে ট্রেন চালু হতে কিছুটা সময় লাগে। ভোগান্তির শিকার হন যাত্রীরা। ডিআরএম জানিয়েছেন, তদন্ত শুরু হয়ে গিয়েছে। রিপোর্ট দিলেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। কেন এই বিপত্তি ঘটল, তা নিয়ে যাত্রীদের মধ্যে আসন্তোষ সৃষ্টি হয়। রক্ষণাবেক্ষণের অভাব ও রেল কর্তৃপক্ষকের গাফিলতিকেই এই ঘটনার জন্য যাত্রীরা দায়ী করছেন।