খেলা বিভাগে ফিরে যান

বিশ্বকাপের ঢাকে পড়ল কাঠি, আলোয় ভাসল দোহার আল বায়াত স্টেডিয়াম

November 20, 2022 | 2 min read

উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল ফুটবল বিশ্বকাপ। আলোয় ভাসল দোহার আল বায়াত স্টেডিয়াম। ফুটবলই এক করল দুনিয়াকে, ঐক্যের ও সাম্যের বার্তা দেওয়া হল। আল বায়াত স্টেডিয়ামের বাইরে লোকারণ্য। ইকুয়েডর ও কাতার সমর্থকেরা ভিড় সমবেত হন। নাচগানে ভেসে গেল কাতার। প্রথমে গানের অনুষ্ঠান হয়, ১৯৯৮-এর রিকি মার্টিনের ওলে, ওলে থেকে ২০১০ সালে শাকিরার গাওয়া ওয়াকা, ওয়াকা গানে মাতল মরুদেশ। ​​

কাতার বিশ্বকাপ ২০২২
ছবি সৌজন্যে: টুইটার
ছবি সৌজন্যে: টুইটার
ছবি সৌজন্যে: টুইটার

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে খানিক বিলম্বিত হয়। কাতারের শাসক শেখ মহম্মদ বিন রশিদ আল-মাখতুম হাজির ছিলেন। উপস্থিত ছিলেন হলিউডি অভিনেতা মর্গ্যান ফ্রিম্যান। বিশেষ ভাবে সক্ষম ঘানেম আল-মুফতাহ উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ছিলেন। কোরিও ব্যান্ড বিটিএসের প্রধান গায়ক জান কুক এবং কাতারের গায়ক ফাহাদ আল-কুবায়সি গাইলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#qatar, #FIFA World Cup 2022, #qatar football world cup, #Opening ceremony

আরো দেখুন