অজানা রবি ঘোষকে জানতে, অভিনেতার জন্মদিনে প্রদর্শনী শুরু হচ্ছে সাবর্ণ সংগ্রহশালায়
আগামী ২৪ নভেম্বর কিংবদন্তি অভিনেতা রবি ঘোষের জন্মদিন। সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ অভিনেতার ৯২তম জন্মজয়ন্তীতে এক প্রদর্শনীর আয়োজন করছে। বড়িশার বড়বাড়ির সাবর্ণ সংগ্রহশালায় আগামী এক মাসজুড়ে রবি ঘোষকে নিয়ে এই বিশেষ প্রদর্শনী চলবে।
কেবল একজন হাস্যকৌতুক অভিনেতা হিসেবে নয়, একজন দক্ষ চরিত্রাভিনেতা হিসেবে রবি ঘোষ চিরস্মরণীয় হয়ে থাকবেন। এই প্রদর্শনীতে অভিনেতা রবি ঘোষের নানান দিক তুলে ধরা হবে। রবি ঘোষ অভিনীত বিভিন্ন সিনেমার ছবি, পোস্টার, খবর এবং তাঁকে নিয়ে বিভিন্ন সময়ের লেখা নানা রচনা থাকছে প্রদর্শনীতে। সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায়চৌধুরীর কথায়, অভিনেতা রবি ঘোষের বাইরে গিয়ে মানুষ রবি ঘোষকে তাঁরা তুলে আনছেন, তাঁদের প্রদর্শনীতে। যেমন রবি ঘোষ, বডি বিল্ডার ছিলেন, দুর্দান্ত গল্ফ খেলতেন, ছবি আঁকতেন চমৎকার; প্রদর্শনীতে এসব দিকই তুলে ধরতে চলেছেন তাঁরা।
প্রদর্শনীতে রবি ঘোষের আঁকা ছবি, ডায়েরি, খেলাধুলার সরঞ্জাম-পোশাকসহ নানা বিধ জিনিস থাকছে। অভিনেতার বাড়ি থেকেই জিনিস পত্র আসছে। আয়োজকরা আশাবাদী, এই প্রদর্শনী থেকে সাধারণ দর্শকরা রবি ঘোষ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন।