রাজ্য বিভাগে ফিরে যান

কাল থেকে ফের পারদ পতন? মাঝ ডিসেম্বরে জাঁকিয়ে শীত বঙ্গে

November 21, 2022 | < 1 min read

কদিন ধরেই একটু একটু করে ঝাঁঝ বাড়াচ্ছিল শীত। সিঙ্গেল রান নিয়ে স্ট্রাইক রোটেট চলছিলই কিন্তু হুট্ করেই ছন্দপতন। একটু বাড়ল পারদ। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেড়ে সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, সেটা আবার স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। হাওয়া অফিস বলছে, আগামী বেশ কয়েকদিন কলকাতার আবহাওয়া শুষ্কই থাকবে। তবে মঙ্গলবার থেকে শহরে ফের পারদ পতনের সম্ভাবনা থাকছে। ফের ধীরে ধীরে স্বাভাবিকের থেকে কমবে তাপমাত্রা।

হাওয়া অফিস জানাচ্ছে, গোটা দক্ষিণবঙ্গজুড়ে শীতের দাপট আরম্ভ হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা অনেকটাই কমবে। সকাল থেকেই কুয়াশার দেখা মিলবে। তবে কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কমবে। সেখানেও জাঁকিয়ে শীত সময়ের অপেক্ষা মাত্র। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ১৫ ডিসেম্বরের আগে বঙ্গে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। তাই আপাতত শীতে ঝোড়ো ব্যাটিং দেখতে বাঙালিকে আরও কিছুটা অপেক্ষা করতেই হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather Update, #Winter season, #winter in bengal, #Winter, #Weather forecast, #Weather conditions

আরো দেখুন