খেলা বিভাগে ফিরে যান

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ‘বিয়ার চাই’ দাবি উঠল স্টেডিয়াম থেকে

November 21, 2022 | < 1 min read

কাতারের বিরুদ্ধে খেলা শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই বিয়ারের দাবিতে স্লোগান তুললেন ইকুয়েডরের সমর্থকরা। ছবি সৌজন্যে: ইমাগো

বিশ্বকাপ ফুটবল দেখতে গিয়ে দর্শকরা গ্যালারিতে বিয়ারের গ্লাস বা ক্যানে চুমুক দিচ্ছেন এবং নিজের দেশের জন্য গলা ফাটাচ্ছেন। এ চিত্র খুবই পরিচিত। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ফুটবল বিশ্বকাপ শুরুর ৪৮ ঘণ্টা আগে বিয়ার (Beer) নিষিদ্ধ করে দিয়েছিল কাতার। যা নিয়ে ক্ষুব্ধ বিশ্বের নানা প্রান্ত থেকে কাতারে বিশ্বকাপের খেলা দেখতে আশা ফুটবলপাগল মানুষগুলো।

বিশ্বকাপের (Qatar World Cup 2022) প্রথম ম্যাচেই সেই ক্ষোভের আঁচ পাওয়া গেল। প্রথম ম্যাচে আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইকুয়েডর। খেলা শুরুর কয়েক মিনিট পরেই গ্যালারিতে উপস্থিত ইকুয়েডরের কয়েক হাজার সমর্থক চিৎকার শুরু করেন। তাঁরা বলতে থাকেন, ‘‘আমরা বিয়ার চাই। আমাদের বিয়ার দাও।’’

রবিবার আল বায়াত স্টেডিয়ামে বিনা বিয়ারেই ৯০ মিনিটের ম্যাচ দেখেন দর্শকরা। কিন্তু যেখানে দল দুই গোলে জিতছে, সেখানে বিয়ারের বোতল হাতে ‘চিয়ার্স’ বলে সেলিব্রেট করা যাচ্ছে না, এমনটা যেন মন থেকে মানতে পারছিলেন না ইকুয়েডর ফ্যানরা। আর সেই কারণেই একযোগে বিয়ার পানের অনুমতি চেয়ে চিৎকার করে ওঠেন তাঁরা। দেখুন সেই ভিডিও

কাতারের স্টেডিয়ামে বিয়ার বিক্রি নিষিদ্ধ হয়েছে সে দেশের রাজপরিবারের জন্য। তারা নির্দেশ দিয়েছে, বিশ্বকাপের সব স্টেডিয়ামে নিষিদ্ধ করতে হবে মদ বা মদ জাতীয় পানীয়ের বিক্রি। রাজপরিবারের এই নির্দেশ সরাসরি প্রত্যাখ্যান করতে পারেননি বিশ্বকাপের আয়োজকেরা। কাতার সরকারের নির্দেশে শেষ মুহূর্তে স্টেডিয়ামে বিয়ার বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। তারই প্রতিফলন দেখা গেল প্রথম ম্যাচে।

TwitterFacebookWhatsAppEmailShare

#FIFA World Cup 2022, #Beer, #Qatar World Cup 2022

আরো দেখুন