মার্কিন যুক্তরাষ্টের সঙ্গে ১-১ ড্র করল ওয়েলস, গোল জর্জ ওয়াহ-র ছেলে এবং গ্যারেথ বেলের
মার্কিন যুক্তরাষ্ট – ১
ওয়েলস – ১
ফুটবলপ্রেমীদের চোখ ছিল ওয়েলসের অধিনায়ক গ্যারেথ বেলের (Gareth Bell) ওপরেই। ১৯৫৮ সালের পর এই প্রথম তাঁর দেশ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে। দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচে বেশিরভাগ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে হতাশাজনক ফুটবল খেলল ওয়েলস। শেষের দিকে পেনাল্টিতে গোল করলেন বেল।
খেলার প্রথমার্ধের ৩৬ মিনিটে গোল করে মার্কিন যুক্তরাষ্টকে এগিয়ে দেন টিমোথি ওয়াহ। খেলার শেষের দিকে ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরালেন ওয়েলসের ৩৩ বছর বয়সী সর্বকালের সর্বোচ্চ স্কোরার বেল।
“তিনি কখনও আমাদের হতাশ করেননি” বেলকে নিয়ে ম্যাচ শেষে বললেন কোচ রবার্ট পেজ। এটি ছিল তাঁর দেশের হয়ে বেলের ৪১তম গোল। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে গোলদাতা টিমোথি ওয়াহ হচ্ছেন বিখ্যাত ফুটবলার এবং বর্তমানে লাইবেরিয়ার রাষ্ট্রপতি জর্জ ওয়াহ-র ছেলে।