← খেলা বিভাগে ফিরে যান
দেশ ম্যাচ খেলার আগেই সারা বিশ্বে প্রশংসা কুড়োলেন জাপানের সমর্থকরা
বিশ্বকাপে (FIFA World Cup 2022) আয়োজক দেশ এবং গোটা পৃথিবীর মন জিতলেন জাপানের সমর্থকরা (Japan Fans)। খেলার পর তার বিশ্বকাপ স্টেডিয়াম (Qatar Stadium) সাফ করে হাত লাগলেন।
আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডরের মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জাপানের সমর্থকরা তাদের জাতীয় রঙের পোশাক পরেই স্ট্যান্ডে পড়ে থাকা বোতল এবং খাবারের মোড়ক তোলে পরিষ্কারে হাত লাগান।
জাপান আগের আন্তর্জাতিক টুর্নামেন্টে তাদ্রর ব্যবহারের জন্য খ্যাতি অর্জন করেছে এবং তাদের এই আচরণ ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে প্রশংসা পেয়েছে।
সমাজমাধ্যমের বেশ কিছু ফুটেজে দেখা যাচ্ছে যে তারা সারি সারি আবর্জনা তুলে প্লাস্টিকের ব্যাগে রাখছে জাপানের সমর্থকরা।