কোস্টারিকার রক্ষণে স্প্যানিস আর্মাডার তান্ডব, ৭ গোল হজম নাভাসদের
সাত, সাত খানা গোল! স্পেনের রণতরীর আক্রমণ আছড়ে পড়ল কোস্টারিকার রক্ষণে, গ্ৰুপ-ই-র দুই দল মুখোমুখি। আজ মরুদেশের ফুটবল যুদ্ধে দাপিয়ে বেড়ালো লুইস এনরিকের ছেলেরা। মাঝমাঠ ও দু-পাশের উইংকে ব্যবহার করে ছবির মতো ফুটবল খেলল ওলমোরা। বিপক্ষের জালে সাতবার বল জড়িয়ে দিল টোরেসরা।
ম্যাচ শুরুর ১১ মিনিটেই গোল করে স্পেনকে এগিয়ে দেন দানি ওলমো। এরপর দাপট চলতেই থাকে, ২১ মিনিটের মাথায় ব্যবধান ২-০ নিয়ে যান মার্কো অ্যাসেন্সিও। এর মিনিট দশেক পর ৩১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে আসে স্পেনের তৃতীয় গোলটি। বার্সার স্ট্রাইকার ফেরান টোরেস গোলটি করেন। ৩-০ এগিয়ে যায় স্পেন। এইভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও ছবির খুব একটা বদল হয়নি, ৫৪ মিনিটে ফের ভেঙে পড়ে কোস্টেরিকার রক্ষণ। স্পেনের হয়ে চতুর্থ গোলটি করেন ফেরান টোরেস। প্রায় ৯০ শতাংশ সময়ই বল নিজের দখলে রেখেছিল। চতুর্থ গোলের পরপরই টোরেসকে তুলে মোরাতাকে নামান এনরিকে। ৭৪ মিনিটে বল জালে জড়িয়ে দেন গাভি। পাঁচ গোলে এগিয়ে যায় স্পেন। অন্যদিকে, খুবই ম্লান দেখালো কোস্টেরিকাকে। অসহায় নাভাস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। ৯০ মিনিটে ষষ্ঠ গোলটি করেন সোলার, এরপর অতিরিক্ত সময়ের খেলা চলাকালীন মোরাতা ৯০+২ মিনিটে স্পেনের হয়ে সপ্তম গোলটি করেন।