রাজ্য বিভাগে ফিরে যান

তাপমাত্রা কমছে শহরে, সপ্তাহান্তে আরও নামতে পারে পারদ

November 23, 2022 | < 1 min read

আজ বুধবার চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি। বুধবার সকালে রাস্তাঘাট কুয়াশায় মুড়ে থাকলেও বেলা বাড়তেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরও খানিকটা নামবে বলে ইঙ্গিত।

আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান, বৃহস্পতিবার তাপমাত্রা আরও বেশ কিছুটা কমতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কমপক্ষে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। রাজ্যের পশ্চিমাঞ্চলে এক ধাক্কায় অনেকটা নামবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Winter, #Weather forecast, #Weather Update, #Winter season, #West Bengal Weather updates

আরো দেখুন