বিনোদন বিভাগে ফিরে যান

‘রাহা’ – এই হল আলিয়া-রণবীর মেয়ের নাম, মানে জানেন কী

November 24, 2022 | < 1 min read

অভিনেত্রী আলিয়া ভাট তার নবজাতক কন্যার নাম ঘোষণা করলেন এবং ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে অনলাইন জগতের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিলেন।

আলিয়া (Alia Bhatt) এবং তার স্বামী অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor) গত ৬ নভেম্বর তাদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন।

শিশুকন্যার সাথে একটি ছবি শেয়ার করে আলিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, “রাহা নামটি দিয়েছে শিশুটির দিদিমা (দাদি)। নামটির অনেক সুন্দর অর্থ রয়েছে… সোয়াহিলিতে এই নামের অর্থ আনন্দ। সংস্কৃতে -গোষ্ঠী, বাংলায় – বিশ্রাম বা স্বস্তি, আরবিতে – শান্তি, এছাড়াও শব্দটির অর্থ সুখ, স্বাধীনতা এবং আনন্দ।”

আলিয়া বলেন, যে মুহূর্ত যখন থেকে তিনি তাঁর সন্তানকে স্পর্শ করেছেন, তখন থেকে তিনি ওপরের সবকটি শব্দের অনুভূত পেয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ranbir Kapoor, #Raha, #Alia Bhatt, #baby

আরো দেখুন