← আন্তর্জাতিক বিভাগে ফিরে যান
চীনে আবার বাড়ছে COVID সংক্রমণ, ঝেংঝু-তে শুরু হল লকডাউন
চীনের ঝেংঝু-তে COVID-19 ঠেকাতে আবার শুরু হল লকডাউন। কিছুদিন আগেই এখানে একটি I-phone কারখানার শ্রমিকরা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।
ঝেংঝু-এর আটটি জেলার প্রায় মোট ৬.৬ লক্ষ বাসিন্দাকে খাদ্য কেনা বা চিকিৎসা করা ছাড়া বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পাঁচ দিন বাড়ি থেকে বার না হতে বলা হয়েছে। দৈনিক গণ COVID পরীক্ষার নির্দেশও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চীন জুড়ে, গত ২৪ ঘন্টায় যিনি COVID সংক্রমণ বেড়ে হয়েছে ৩১,৪৪৪। ২০১৯ সালের শেষের দিকে চীনের (China) উহানে শহরে করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়ার পর এটিই সে দেশে সর্বোচ্চ দৈনিক পরিসংখ্যান।