উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে বারপোস্ট বাঁচিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে, ফলাফল ০-০
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপের (World Cup 2022) ‘এইচ’ গ্রুপের ম্যাচে উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়ার ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হল।
আক্রমণ-পাল্টা আক্রমণে এদিনের এই ম্যাচটি জমে উঠেছিল। মনে হচ্ছিল যে কোনও সময়েই যে কোনও দল গোল দিয়ে দিতে পারে। দুই দলই পায় এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। তবে কাজে লাগাতে পারল না কেউ। উরুগুয়ের সামনে বাধ সাধল পোস্টও। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে দু’বার অবধারিত গোল হল না, বারপোস্টে লেগে বল ফেরত চলে আসায়। ফলে গোল পেল না দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
শুরু থেকে বল দখলে দক্ষিণ কোরিয়া আর আক্রমণে উরুগুয়ে (Uruguay) এগিয়ে ছিল। যদিও পরিষ্কার সুযোগ তৈরি করতে ভুগছিল দুই দলই। ১৯তম মিনিটে হোসে মারিয়া হিমেনেসের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে শট নেন উরুগুয়ের ফেদে ভালভেরদে, তবে উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।
তিন মিনিট পর বড় সুযোগ আসে দারউইন নুনেসের সামনে। আবারও লম্বা করে বল বাড়ান হিমেনেস। লুইস সুয়ারেস নিয়ন্ত্রণে নিয়ে ক্রস দেন পেনাল্টি স্পটের কাছে। লাফিয়ে ভলি করার চেষ্টায় বলে পা ছোঁয়াতে পারেননি লিভারপুল ফরোয়ার্ড নুনেস।
২৭তম মিনিটে পাল্টা আক্রমণে আরেকটি দারুণ সুযোগ তৈরি করে উরুগুয়ে। মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে ডি-বক্সের সামনে গিয়ে মাথিয়াস অলিভেরা পাস দেন ভেতরে নুনেসের উদ্দেশ্যে। এগিয়ে এসে বিপদমুক্ত করেন গোলরক্ষক কিম সিউং-জু।
৩৪তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় দক্ষিণ কোরিয়া। সতীর্থের পাসে আট গজ দূর থেকে উড়িয়ে মেরে হতাশ করেন অরক্ষিত ফরোয়ার্ড হওয়াং উই-জো।
বিরতির পরও শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলকে পাখির চোখ করে দুই দল। তবে এগিয়ে ছিল দ: কোরিয়ায়। ম্যাচের ৫০ মিনিটে বক্সের ভেতর দারুণভাবে স্লাইড করে সনকে ঠেকিয়ে দেন হোসে হিমেনেজ।
আক্রমণ ও পাল্টা আক্রমণে দুই দলই একে অপরের রক্ষণ ভাঙার চেষ্টা করছিল। তবে রক্ষণ দুর্গের দৃঢ়তায় বারবার ফিরতে হয়েছে হতাশ হয়ে। ৬৪ মিনিটে তেমনই এক পাল্টা আক্রমণে গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন নুনিয়েজ।
চেষ্টা করেছিলেন সুয়ারেজকে পাস দিতে। তবে দ: কোরিয়ার (South Korea) গোলরক্ষকের নৈপুণ্যে সফল হননি এই লিভারপুল স্ট্রাইকার। এরপর ম্যাচজুড়ে নিষ্প্রভ সুয়ারেজের পরিবর্তে কাভানিকে নামান আলোনসো। ৭১ মিনিটে আবারও লম্বা পাসের জাদুতে উরুগুয়ে রক্ষণকে বিপদে ফেলে দ: কোরিয়া।
তবে উরুগুয়ে গোলরক্ষক এগিয়ে এসে দলকে বিপদ মুক্ত করেন। ৭৫ মিনিটে ফের উরুগুয়ের রক্ষণ কাঁপায় এশিয়ান দলটি। তবে গোল যেন এদিন ভাগ্যে লেখা ছিল না। উরুগুয়েও অবশ্য সুযোগ কম পায়নি। ৮১ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়ে চেষ্টা করেছিলেন নুনিয়েজ।
তবে সেটিও চলে যায় পোস্টের বাইরে। ম্যাচের শেষ মুহূর্তে ভালভের্দের শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় উরুগুয়েকে। পরের মুহূর্তে ডি–বক্সের বাইরে থেকে সনের শট পোস্টের বাইরে দিয়ে যায়। এরপর শেষ পর্যন্ত চেষ্টা করেও জালের ঠিকানা খুঁজে না পেলে ড্র করেই খুশি থাকতে হয় দুই দলকে।
সৌদি আরবের কাছে আর্জেন্টিনা এবং জাপানের কাছে জার্মানির হারের পর সবার চোখ ছিল দক্ষিণ কোরিয়ার দিকে। কিন্তু এদিন সেরকমটা কিছু হল না।