সম্পত্তির ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট না করলেই বাড়াবে কর, বিল আসছে বিধানসভায়
আজ রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আমেন্ডমেন্ট বিল, ২০২২। এবার থেকে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট বা সেলফ অ্যাসেসমেন্ট না করলেই, প্রতি বছর নির্দিষ্ট হারে ট্যাক্স বাড়াবে কলকাতা পুরসভা। বিলের সংশোধনীতে সেই বিষয় উল্লেখ থাকছে। সংশোধনী বিধানসভার অনুমোদন পেলেই, ইউনিট এরিয়া অ্যাসেসমেন্টের আওতায় সম্পত্তির স্ব-মূল্যায়ন না করলে পুরসভা প্রতি বছর ট্যাক্স বাড়ানোর ক্ষমতা পাবে।
বর্তমানে কলকাতা শহরে প্রায় সাড়ে ৮ লক্ষ করদাতা রয়েছেন, তাদের মধ্যে প্রায় এক লক্ষের কাছাকাছি করদাতা ইউনিট এরিয়া অ্যাসেসমেন্টের আওতায় রয়েছেন। যার ফলে পুরসভার রাজস্ব ঘাটতি হচ্ছে, সেই কারণেই আইন সংশোধন আনা হচ্ছে। সংশোধনী অনুমোদন পেলেই পুরসভা নির্দিষ্ট হারে ট্যাক্স ধার্য করতে পারবে। এবার থেকে কোনও সম্পত্তি যতদিন ইউনিট এরিয়া অ্যাসেসমেন্টের আওতায় আসবে না, ততদিন পর্যন্ত বার্ষিক হারে কর বাড়বে।