খেলা বিভাগে ফিরে যান

কাতারে সাম্বা ঝড়, রিচার্লিসনের জোড়া গোলে জয় ব্রাজিলের

November 25, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ goal.com

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কাতার বিশ্বকাপ অভিযান শুরু করল জয় দিয়ে। সার্বিয়াকে হারাল ২-০ গোলে।

প্রথমার্ধে সার্বিয়ার ডিফেন্স জমাট থাকলেও দ্বিতীয়ার্ধে ব্যর্থ হয় তাদের ডিফেন্স। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে ব্রাজিলের হয়ে ৬২ মিনিটের মাথায় প্রথম গোল করেন রিচার্লিসন। এরপর আবার ৭৩ মিনিটের মাথায় বক্সের সামনে ভিনিসিয়াস জুনিয়রের স্কোয়ার পাসকে অনবদ্য দক্ষতায় বল হাওয়ায় তুলে ক্যারাটে কিক রিচার্লিসনের।

আজকের জয়ের ব্যবধান বাড়তে পারত কিন্তু বেশ কিছু শট বারে লেগে ফিরে আসে ব্রাজিলের। খেলার সময় যখন ৮০ মিনিট, তখনই চোট পেয়ে উঠে যান নেইমার। 

গোটা ম্যাচে বল পজেশন ছিল ব্রাজিলের ৫৯ শতাংশ। ২২টি শটের মধ্যে ৮টি শট অন টার্গেট ছিল সাম্বা বাহিনীর। ৩টি হলুদ কার্ড দেখেন সার্বিয়ার খেলোয়াড়রা। ব্রাজিলের পরের ম্যাচ ২৮ নভেম্বর সুইজারল্যান্ডের বিরুদ্ধে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Brazil, #FIFA World Cup 2022, #Fifa Qatar world cup 2022, #Serbia, #Richarlison

আরো দেখুন