খেলা বিভাগে ফিরে যান

শেষ মুহূর্তে নাটকীয় মোড়, ওয়েলসের বিরুদ্ধে দুই গোলে জিতল ইরান

November 25, 2022 | < 1 min read

আহমেদ বিন আলি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে শুক্রবার ওয়েলসকে দুই গোলে পরাজিত করে শেষ ষোলোয় ওঠার আশা টিকিয়ে রাখল ইরান। এদিন প্রথমে মনে হচ্ছিল আরেকটি ম্যাড়ম্যাড়ে ম্যাচ হচ্ছে। একের পর এক গালের চেষ্টা করে গেছে দুই দল। কোনোটি পোস্টে লেগে ফিরেছে, কোনোটি অফসাইডে বাতিল।

তবে সব রোমাঞ্চ যেন জমা হয়েছিল শেষমুহূর্তের জন্য। প্রায় দুই অর্ধ দুর্দান্ত খেলা ইরানের খেলা দেখে মনে হচ্ছিল এই ম্যাচটায় বুঝি পয়েন্ট ভাগাভাগিই হবে। বার বার ওয়েলসের রক্ষণে হানা দিলেও ফিনিশিং টাচটা দিতে পারছিল না। তবে পুরো ম্যাচের দৃশ্যপট বদলায় ৮৬ মিনিটে ওয়েলস (Wales) দশ জনের দলে পরিণত হলে।

ম্যাচের অতিরিক্ত সময়ে তিন মিনিটের ব্যবধানে ২ গোল করে শেষ হাসি ইরানেরই। ৯৭ মিনিট পর্যন্ত ০–০ স্কোরলাইনের ম্যাচ শেষের নাটকীয়তায় ইরানের পক্ষে ২–০।

দ্বিতীয়ার্ধে যেন খুঁজেই পাওয়া গেল না গ্যারেথ বেলদের। দাপট দেখাল ইরান (Iran)। গতিময় আক্রমণাত্মক ফুটবলে তৈরি করল অসংখ্য সুযোগ। দুটি ব্যর্থ হলো পোস্টে লেগে। শেষ দিকে ১০ জন নিয়ে খেলা ওয়েলস কোনোরকমে ঠেকিয়ে রাখছিল কার্লোস কিরোসের দলকে। কিন্তু ম্যাচের শেষ সময়ের গোলে নাটকীয় জয় নিয়েই মাঠ ছাড়ল ইরান। ওয়েলসের গোলরক্ষক লাল কর্ড দেখায় শেষদিকে ১০ জনকে নিয়ে খেলতে হয়েছে ওয়েলসকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Iran, #Qatar World Cup 2022, #Wales, #Wales vs Iran

আরো দেখুন