খেলা বিভাগে ফিরে যান

সরকারের চাপে বিশ্বকাপে জাতীয় সঙ্গীত গাইলেন ইরানের ফুটবলাররা, গ্রেপ্তার ফুটবলার

November 25, 2022 | < 1 min read

বিশ্বকাপের (World Cup 2022) প্রথম ম্যাচে ইরানের ফুটবলাররা জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলান নি। শুক্রবার সরকারের চাপে জাতীয় সঙ্গীত গাইলেন। এদিন খেলোয়াড়রা তেহরানের চাপের কাছে নতিস্বীকার করলেও, খেলা দেখতে আসা ইরানি সমর্থকরা কিন্তু এখনও প্রতিবাদে অনমনীয়! দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাতীয় সঙ্গীতের সময়ে এদিনও নিশ্চুপ ছিলেন ইরানি সমর্থকেরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীতে গলা মেলাননি ইরানের ফুটবলাররা। সেই নিয়ে ঝামেলা শুরু হয় দেশে। এবার ইরান (Iran) সরকারের বিরুদ্ধে মুখ খোলার অপরাধে সে দেশের প্রাক্তন ফুটবলারকে গ্রেপ্তার করা হল। ভোরিয়া ঘাফৌরি নামে ওই ফুটবলার গত বিশ্বকাপেও দলে ছিলেন। এ বার জায়গা পাননি। তবে ঘরোয়া লিগে নিয়মিত খেলেন। ইরান সরকার স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে ভোরিয়ার মতো অন্য কেউ মুখ খুললে তাঁদেরও একই পরিণতির শিকার হতে হবে।

সাম্প্রতিক সময় যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম বড় নাম ভোরিয়া। ক্লাবের অনুশীলনের পরই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Wales vs Iran, #Iran, #World Cup 2022, #Wales

আরো দেখুন