তিউনিসিয়াকে ১-০ গোলে পরাজিত করে শেষ ষোলোর আশা জাগিয়ে রাখল অস্ট্রেলিয়া
শনিবার আল ওয়াকার আল জানোব স্টেডিয়ামে বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে তিউনিসিয়াকে পরাজিত করল অস্ট্রেলিয়া।
শেষ ষোলোর আশা জাগিয়ে রাখতে আজকে এই জয়টা খুব প্রয়োজন ছিল। সেই লক্ষ্যে প্রথম থেকেই বিপক্ষের উপর চাপ তৈরি গেছে অস্ট্রেলিয়া। খেলার ২২ মিনিট নাগাদ চমৎকার হেডে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন ডিউক। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে গোলপোস্টকে পেছনের দিকে রেখে এবং না তাকিয়েই নিখুঁত হেড করেন এই অস্ট্রেলিয় ফরোয়ার্ড।
১৯তম মিনিটে পাল্টা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় তিউনিসিয়া। সতীর্থের পাস ডি-বক্সে ইউসেফ মাসাকনি ভালো জায়গায় পান, কিন্তু প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে শট নিতেই পারেননি।
প্রথমার্ধের শেষ দিকে দুই মিনিটের ব্যবধানে ভালো দুটি আক্রমণ করে তিউনিসিয়া। তবে, মাসাকনির পর মোহামেদ দ্রাগারের ডি-বক্সে নেওয়া শটও অস্ট্রেলিয়ার রক্ষণে প্রতিহত হয়।
বিরতির পর গোলের খোঁজে মরিয়া হয়ে আক্রমণে যায় তিউনিসিয়া। অস্ট্রেলিয়াকে চাপে রেখে তারা চেষ্টা করে গোলের সুযোগ তৈরির। তিউনিসিয়ার আক্রমণাত্মক ফুটলের বিপরীতে এ সময় অস্ট্রেলিয়ার চোখ ছিল প্রতি আক্রমণে। তবে দুই দলই এ সময় নিশ্চিত সুযোগ তৈরি করতে ব্যর্থ হয়।