← খেলা বিভাগে ফিরে যান
হেনেসির লাল কার্ড স্মৃতি জাগালো শুমাখার-ব্যাটিস্টন ঘটনার
শুক্রবার ইরানের কাছে ০-২ গোলে হেরে যায় ওয়েলস। কাতার বিশ্বকাপের এই ম্যাচে প্রতিযোগিতার প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনেসি ।
হেনেসি ইরানের মাহেদি তারেমিতে বিপদজ্জনকভাবে চ্যালেঞ্জ জানান। রেফারি প্রাথমিকভাবে হেনেসিকে একটি হলুদ কার্ড দিয়েছিলেন এবং ভিএআর পর্যালোচনার পরে সিদ্ধান্তটি পাল্টে দেন।
১৯৮২ সালে সেভিলে ফ্রান্সের বিপক্ষে পশ্চিম জার্মানির বিশ্বকাপ সেমিফাইনালে প্যাট্রিক ব্যাটিস্টনের উপর জার্মানির হ্যারাল্ড শুমাখারের উড়ন্ত ট্যাকলটির স্মৃতি জাগিয়েছিল এই হেনেসির এই ট্যাকল।
পেনাল্টি বক্সের কিনারায় শুমাখার আর ব্যাটিস্টনের সংঘর্ষ হয়। এর ফলে ব্যাটিস্টনের দুটি দাঁত ভাঙে, তিনটি পাঁজর ভাঙে এবং ক্ষতিগ্রস্ত হয় তাঁর ভার্টিব্রা। তিনি অজ্ঞান হয়ে পড়েন। তবে সেদিন ফাউল দেওয়াতো দূরের কথা শুমাখারকে কোন কার্ডই দেখানো হয়নি।