← রাজ্য বিভাগে ফিরে যান
বাংলায় শীতের ইনিংস শুরু, রবিবারে সকালে ফের নামল পারদ
নভেম্বরের বাংলায় দাপুটে ব্যাটিং চালাচ্ছে শীত। রবিবারের সকালে ফের পারদ পতন। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর মিলেছে, আরও কয়েকদিন এমন আবহাওয়া বজায় থাকবে। উত্তুরে হাওয়া একটু একটু করে তিলোত্তমার দখল নিচ্ছে। উত্তুরে হাওয়ায় বাধা না থাকায়, উত্তর-পশ্চিমের শীতল হাওয়া অবাধে বাংলায় প্রবেশ করবে।
বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি, শুক্রবার বেড়ে তা ১৭.৬ ডিগ্রিতে পৌঁছয়। শনিবার থেকে ফের পারদ পতন আরম্ভ হয়েছে। শনিবারের তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ আরও কমে তা ১৬.৫ ডিগ্রি। অলিপুরের পূর্বাভাস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বঙ্গে শীতের আমেজ চলবে। আগামী এক সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই।